রাজধানীর কল্যাণপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত পরিচয় (৪৫) এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার (২৫ জানুয়ারি) সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
মিরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রেজাউল করিম বলেন, সকালে কল্যাণপুর এলাকায় রাস্তা পার হওয়ার সময় কোনো একটি গাড়ি চাপা দিলে ঘটনাস্থলেই ওই নারীর মৃত্যু হয়। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। নিহত নারীর পরনে খয়েরি রঙয়ের সোয়েটার রয়েছে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ