ময়মনসিংহ জেলায় বৃহস্পতিবার থেকে তিন দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০১৭ শুরু হবে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে জনগণের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দেয়ার লক্ষ্য নিয়ে জেলা প্রশাসন এই মেলার আয়োজন করেছে।
জেলা প্রশাসন সূত্র জানায়, বৃহস্পতিবার সকাল ১০টায় ময়মনসিংহ জিমনেসিয়াম প্রাঙ্গণে ধর্ম বিষয়ক মন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করবেন।
মেলার শেষদিন বিরোধী দলীয় নেত্রী সংসদ সদস্য বেগম রওশন এরশাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করবেন।
আগামী ২৮ জানুয়ারি এক সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই মেলা শেষ হবে। মেলায় তিন দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্যে রয়েছে- বর্ণাঢ্য র্যালি, কুইজ প্রতিযোগিতা, সেমিনার, বিতর্ক ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
বিডি প্রতিদিন/২৫ জানুয়ারি ২০১৭/এনায়েত করিম