দীর্ঘদিন ধরে যেখানে সারাদেশের অনেক উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচন হয় না, সেখানে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মিঞাবাজার তোষন রফিক উচ্চ বালিকা বিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন করে নজির গড়ল।
বুধবার অনুষ্ঠিত নয় সদস্য বিশিষ্ট সংসদে ১০ম শ্রেণীর ছাত্রী কামরুন নাহার কলি সহ-সভাপতি (ভিপি) এবং ৯ম শ্রেণির ছাত্রী সুমাইয়া আক্তার মুন্নী সাধারণ সম্পাদক (জিএস) নির্বাচিত হন। মোট প্রদানকৃত ভোটের পরিমাণ ৭৫ ভাগ।
স্কুলের প্রধান শিক্ষক মোজহারুল হায়দার বেকন জানান, নির্বাচন উপলক্ষ্যে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, অভিভাবক এবং আশপাশের এলাকায় উৎসবের আমেজ সৃষ্টি হয়। তিনি বলেন, সারাদেশের অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে যেখানে ছাত্র রাজনীতির নামে হল দখল, বোমাবাজি, অস্ত্রবাজি আর চাঁদাবাজি হয়, এমনকি দীর্ঘদিন যাবৎ দেশের কোন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রসংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় না; সেখানে এ বিদ্যালয়ের ছাত্রসংসদ নির্বাচন দেশের ছাত্র রাজনীতির ক্ষেত্রে ব্যতিক্রম হয়ে থাকবে।
উপজেলা একাডেমিক সুপারভাইজার ডি. এম সালাউদ্দিন ভোট প্রদান ও ভোট গণনা প্রক্রিয়া দেখে সন্তোষ প্রকাশ করেন। তিনি ছাত্রীদের শৃঙ্খলাবোধেরও প্রশংসা করেন।
বিডি-প্রতিদিন/২৫ জানুয়ারি, ২০১৬/মাহবুব