রাজধানীর যাত্রাবাড়ী ও হাতিলঝিল এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বর্ষা (১৯) ও আব্দুল্লাহ আল মামুন (৪৬) নামের দুইজন নিহত হয়েছেন। বুধবার মধ্যরাতে আধ ঘণ্টার ব্যবধানে দুর্ঘটনা দুটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, যাত্রাবাড়ী চৌরাস্তায় অজ্ঞাত একটি যানবাহান ধাক্কা দেয় বর্ষাকে। খবর পেয়ে রাস্তার পাশ থেকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে যাত্রাবাড়ী থানা পুলিশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত ২টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে, তেজগাঁও থানার কুনিপাড়া সংলগ্ন হাতিরঝিলে নিয়ন্ত্রণে হারিয়ে আব্দুল্লাহ আল মামুন আহত হন। বুধবার দিবাগত রাত ১টার দিকে পথচারীরা তাকে উদ্ধার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিডি-প্রতিদিন/২৬ জানুয়ারি, ২০১৭/মাহবুব