বিদেশি পিস্তলসহ তারেক আহম্মেদ অনিক ওরফে ডিজে অনিককে (২৫) গ্রেফতার করেছে র্যাব। দীর্ঘদিন ধরেই অনিকের বিরুদ্ধে মাদক ব্যবসা, বালু দখল ও অস্ত্র ব্যবসার অভিযোগ রয়েছে। রাজধানীর বাড্ডা থেকে বৃহস্পতিবার ডিজে অনিককে গ্রেফতার করা হয়।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান জানান, অনিকের বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে। পরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে। অনিকের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
উল্লেখ্য, গত বছরের ডিসেম্বর মাসের শুরুর দিকে রাজধানীর বাড্ডা ও আবদুল্লাপুর এলাকায় অভিযান চালিয়ে অনিকের সহযোগী পাঁচ অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তবে তখন অনিককে গ্রেফতার করা সম্ভব হয়নি। এর পর থেকেই পলাতক ছিলেন তিনি। জানা যায়, গ্রেফতার হওয়া ওই পাঁচ অস্ত্রব্যবসায়ীকে নেতৃত্ব দিতেন অনিক।
বিডি প্রতিদিন/২৬ জানুয়ারি, ২০১৭/ফারজানা