চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ৪ নং রাজস্ব সার্কেল প্রথম দিনের শুনানির জন্য ১০৪ জন ভবন মালিকের ১ কোটি ৫৮ লক্ষ ৩৯ হাজার ৮০০ টাকার প্রস্তাবিত ভেল্যু চূড়ান্ত করে ৪৮ লাখ ১৪ হাজার টাকা। এসব ভবন মালিকের কাছে এসেসমেন্টে ২৬ লাখ ৯২ হাজার ৮শ টাকার পৌর কর প্রস্তাব করা হয়। শুনানি শেষে তা চূড়ান্ত করা হয় ৮ লাখ ১৮ হাজার ৩৮০ টাকা। আপিল বোর্ড প্রথম দিন ৭০ শতাংশ এবং দ্বিতীয় দিন ৬৬ শতাংশ ছাড় দেয়া হয়েছে। তবুও করদাতারা অসন্তোষ প্রকাশ করেছেন বলে জানা যায়।
করদাতাদের অভিযোগ, চসিক নতুন এসেসমেন্টে ১০ গুণ কর বৃদ্ধি করেছে, এখন রিভিউ বোর্ড ৫ গুণ কমাচ্ছে। ৫ গুণ কমানোর পরও আরো ৫ গুণ বেশি গৃহকর দিতে হবে। পাঁচ বছর আগের এসেসমেন্টের ভিত্তিতে পরিশোধ করা করের তুলনায় বেড়ে যাওয়ায় অসন্তোষ প্রকাশ করছেন। আবার রিভিউ বোর্ডে আশানুরূপ কর কমাতে পারায় অনেকে সন্তোষও প্রকাশ করেছেন।
৪ নং সার্কেলের অধীনের করদাতা হাফেজ বলেন, আমার ভবনের এসেসমেন্টে ভেল্যুয়েশন করা হয়েছিল ২ লাখ ৬০ হাজার টাকা। আপিলে তা কমিয়ে আনা হয়েছে ২০ হাজার টাকা। কিন্তু ৫ বছর আগের ভেল্যু ছিল ৫ হাজার টাকা। অর্থাৎ আগের চেয়ে এখন আমাকে চারগুণ বেশি কর পরিশোধ করতে হবে। তাই আমি সন্তুষ্ট হতে পারি নাই।’
চসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা ড. মুহাম্মদ মুস্তাফিজুর রহমান বলেন, ‘অসন্তোষ হওয়ার কোনো কারণ নেই। আপিল বোর্ডে সকলের কথা আন্তরিকতার সঙ্গে শুনা হচ্ছে। তাদের কর আদায়ের আইনগত এবং প্রাতিষ্ঠানিক বিষয়গুলো অবহিত করা হচ্ছে। তার পরও কেউ কেউ হয়তো অসন্তোষ হতে পারেন। আগামীতে তারাও বিষয়টি বুঝবেন।’
তবে চট্টগ্রাম করদাতা সুরক্ষা পরিষদের আহবায়ক মুহাম্মদ নুরুল আবসার বলেন, ‘আমাদের দাবি ছিল ভাড়ার ভিত্তিতে নয়, এসেসমেন্ট করতে হবে আয়তনের ভিত্তিতে। তাই আমরা এখনো আমাদের এই দাবিটি জানিয়ে আসছি।’
চসিকের রাজস্ব বিভাগ সূত্রে জানা যায়, গতকাল দুপুরে ৫ নং সার্কেলের অধীনে ১২৫ জন করদাতাকে চিঠি দেয় রিভিউ বোর্ড। এর মধ্যে ৯৯ জন আপিল নিস্পত্তি করেছেন। গতকাল আপিল বোর্ডে অংশগ্রহণকারী করদাতাদের অ্যাসেসমেন্ট ভেল্যু ছিল ৬৪ লাখ ৬০ হাজার টাকা। শুনানিতে করদাতাদের মতামতের ভিত্তিতে আপিল বোর্র্ড নিস্পত্তিক্রমে ভেল্যু নির্ধারণ করে ২১ লাখ ৯০ হাজার ৯০০ টাকা। অ্যাসেসমেন্ট ভেল্যু থেকে ছাড় দেওয়া হয় ৪২ লাখ ৬৯ হাজার ১০০ টাকা। দ্বিতীয় দিনে ৬৬ দশমিক ৯ শতাংশ পর্যন্ত ভেল্যু ছাড় দেওয়া হয়। তাছাড়া রিভিউ বোর্ড গরীব বিবেচনায় চারজনের গৃহকর সম্পূর্ণ মওকুফ করে দেয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার