চট্টগ্রামে পাসপোর্ট বানাতে আসা দুই নারীকে রোহিঙ্গা সন্দেহে আটক করা হয়েছে।
বুধবার দুপুরে নগরের পাঁচলাইশ আঞ্চলিক পাসপোর্ট অফিসে তাদেরকে আটক করা হয়। পরে তাদেরকে পাঁচলাইশ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আটককৃতদের একজনের নাম মোছাম্মৎ আরজু (২৪) হলেও অপর অপরজনের পরিচয় এখনো পায়নি পুলিশ।
পাঁচলাইশ আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ-পরিচালক মো. আজিজুল ইসলাম বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘নিজের বোন না হলেও বোন পরিচয় দিয়ে দুইজন নারী পাসপোর্ট বানাতে আসেন। এসময় তাদের কথাবার্তায় সন্দেহ হয়। জানতে চাইলে তারা প্রথমে নিজেদের বাড়ি চট্টগ্রামের বোয়ালখালী বলে জানায়। কিন্তু তাদের কথাবার্তা অনেকটা রোহিঙ্গাদের মতো হওয়ায় তাদের চ্যালেঞ্জ করা হয়। তাদেরকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে টেকনাফ থেকে এসেছে বলে জানায় তারা। পরে তাদেরকে পাঁচলাইশ থানায় হস্তান্তর করা হয়।’
পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) ওয়ালী উদ্দিন আকবর বলেন, ‘রোহিঙ্গা সন্দেহে দুই নারীকে আটক করা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ ও যাচাই-বাছাই করা হচ্ছে। তবে তাদের কথাবার্তা রোহিঙ্গাদের মত। ঘটনার সত্যতা উদঘাটনে আমরা কাজ করছি।’
বিডিপ্রতিদিন/ ২৯ নভেম্বর, ২০১৭/ ই জাহান