চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মহিম উদ্দিন প্রকাশ মহিন (৩৬) র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। আজ ভোরে নগরীর পাঁচলাইশ থানার রাজাগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায়, ভারতে অন্তরীণ চট্টগ্রামের শিবির ক্যাডার সাজ্জাদের একসময়ের সেকেন্ড ইন কমান্ড হিসেবে পরিচিতি আছে মহিমের।
চট্টগ্রাম জোনের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার আশিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় তিনজন র্যাব সদস্য আহত হয়েছেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার