চট্টগ্রামের পটিয়ায় ট্রাকে তল্লাশি চালিয়ে রমজান হোসেন ও মিজানুর রহমান নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। এ সময় তাদের কাছ থেকে ৩৬ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার সকালে র্যাবের চট্টগ্রাম জোনের সহকারি পরিচালক (মিডিয়া) মিমতানুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, পটিয়া থেকে দু'জনকে ইয়াবাসহ আটকের পর ট্রাকটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে পটিয়া থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও তিনি জানান।
বিডি-প্রতিদিন/৩০ নভেম্বর, ২০১৭/এম মজুমদার/মাহবুব