চট্টগ্রামে মাইক্রোবাসের ভেতর থেকে অজ্ঞাত এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সকালে পটিয়া পৌরসভার পোস্ট অফিস এলাকা থেকে এ লাশটি উদ্ধার করা হয়।
পটিয়া থানার এসআই আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আনুমানিক ৪৫ বছর বয়সী অজ্ঞাত এক ব্যক্তির গলাকাটা লাশ মাইক্রোবাসের ভেতর থেকে উদ্ধার করা হয়েছে। ওই ব্যক্তির পরনে আকাশি রংয়ের শার্ট ও কালো রংয়ের প্যান্ট রয়েছে। লাশ ও মাইক্রোবাসটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার