জিহাদে উদ্বুদ্ধ হয়ে পুলিশ-বিজিবির উপর হামলার পরিকল্পনা করেছিল দুই তরুণ। এমন অভিযোগে, বুধবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সীতাকুণ্ড উপজেলার উত্তর সলিমপুর এলাকা থেকে দুই তরুণকে জঙ্গি উসকানিমূলক লিফলেট, জিহাদি বইসহ গ্রেফতার করা হয়। তারা হলেন, শাকিল হোসেন (১৯) ও রাহাদুল ইসলাম রাহাত (১৮)।
র্যাবের চট্টগ্রাম জোনের সহকারি পরিচালক (মিডিয়া) মিমতানুর রহমান জানান, দুই তরুণের বাড়ি বগুড়ায়। তাদের টার্গেট ছিল পুলিশ-বিজিবির স্থাপনায় আঘাত করা। তাদের বিরুদ্ধে সীতাকুণ্ড থানায় মামলা দায়ের হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার