চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া থেকে ৬০০ পিস ইয়াবাসহ আবছার (২২) ও হেলাল উদ্দিন (২৭) নামের দু'জনকে গ্রেফতার করেছে পুলিশ।
গত বুধবার দিবাগত গভীর রাতে ৭টি মাল্টার মধ্যে থাকা এসব ইয়াবাসহ পুলিশ তাদের গ্রেফতার করে।
পুলিশ জানায়, সাতটি মাল্টা ফল। দেখে বুঝার উপায় নেই ভেতরে কী আছে। বাইরে থেকে মনে হচ্ছে তাজা ফল। এর ভেতরে করেই পাচার হচ্ছে ইয়াবা।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হোসেন বলেন, ‘টেকনাফ থেকে ইয়াবা নিয়ে তারা সাতকানিয়া পার হচ্ছিলেন। এ সময় তাদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।’
বিডি-প্রতিদিন/৩০ নভেম্বর, ২০১৭/মাহবুব