বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে সিপিবি, বাসদ ও গনতান্ত্রিক বামমোর্চা আহুত অর্ধদিবস হরতালের সমর্থনে বরিশালে থেমে থেমে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। হরতাল সফল করতে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সকাল ১১টা পর্যন্ত নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হল, জেলখানা মোড় এবং কাকলী হল মোড়ে অবস্থান নিয়ে বিভিন্ন ধরনের যানবাহন চলাচলে বাধা দেয় নেতাকর্মীরা। তাদের যে কোন নৈরাজ্য প্রতিরোধে মোতায়েন ছিল বিপুল সংখ্যক পুলিশ।
হরতালের মধ্যেও বরিশাল নগরীর নথুল্লাবদ কেন্দ্রিয় বাস টার্মিনাল এবং রূপাতলী বাস টার্মিনাল থেকে অভ্যন্তরীন এবং দুরপাল্লা রুটের যানবাহন চলাচল স্বাভাবিক ছিলো। বরিশাল নদীবন্দর থেকেও সব ধরনের নৌ চলাচল করেছে যথারীতি। এছাড়া দোকানপাট, শিক্ষা প্রতিষ্ঠান, অফিস-আদালত এবং ব্যাংক বীমাসহ সব ধরনের সরকারী-বেসরকারী অফিস অন্যান্য দিনের মতো স্বাভাবিক ছিলো।
হরতাল আহ্বানকারী জোটের অন্যতম দল বাসদের বরিশাল জেলা সংগঠক ডা. মনিষা চক্রবর্তী বলেন, সকাল থেকে হরতাল চলাকালে তারা বিভিন্ন সড়কে অবস্থান নিয়ে জনগণকে হরতালের প্রয়োজনীয়তার কথা বললে তারা যানবাহন থেকে নেমে যায়। জনগণ তাদের দাবির প্রতি সমর্থন জানায়। কিন্তু পুলিশ জোর করে যানবাহন চলাচলের সুযোগ করে দেয়।
কোতয়ালী মডেল থানার ওসি শাহ্ মো. আওলাদ হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, হরতাল আহ্বানকারীরা বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে বিক্ষোভ করে। ওই সব স্থানে যে কোন অপ্রীতিকর পরিস্থিতি রোধ এবং আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশ সচেষ্ট ছিল। হরতালে বরিশালে তেমন কোন প্রভাব পড়েনি বলে জানিয়েছেন ওসি।
এদিকে সংসদের বাইরের বিরোধী দল বিএনপি এই হরতালে সমর্থন দিলেও বরিশালের মাঠে তাদের কোন উপস্থিতি দেখা যায়নি।
বিডি-প্রতিদিন/৩০ নভেম্বর, ২০১৭/মাহবুব