কর দিবস-২০১৭ উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার খুলনায় বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বত:স্ফুর্তভাবে অংশগ্রহণ করেন। নগরীর বয়রা কর ভবন থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
এতে প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুনুর রশিদ।
পরে সংক্ষিপ্ত সমাবেশে খুলনা কর আঞ্চলের কর কমিশনার মোঃ ইকবাল হোসেনের সভাপতিত্বে বক্তৃতা করেন মংলা কাস্টম হাউজের কমিশনার মারগূব আহমদ, কর আপীল অঞ্চলের কর কমিশনার প্রশান্ত কুমার রায়, খুলনা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট (আপীল) কমিশনারেটের কমিশনার আব্দুল মান্নান শিকদার, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার কে এম অহিদুল আলম এবং কর আপীল অঞ্চলের সাবেক কর কমিশনার চিনময় কুমার বিশ্বাস।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন