টঙ্গী রেলস্টেশন এলাকায় বৃহস্পতিবার রাতে সহকারী স্টেশন মাষ্টারের রুমে হামলা ভাংচুর চালিয়েছে অপেক্ষমান যাত্রীরা।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এঘটনায় পুলিশ সন্দেহজনক ৩জনকে আটক করেছে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে ছেড়ে আসা গাজীপুর গামী ট্রেন (তুরাগ এক্সপ্রেস) ১ঘন্টা দেরি করে। এতে টঙ্গী রেল-স্টেশন প্লাটফর্মে অপেক্ষমান যাত্রীরা ক্ষুব্ধ হয়ে সহকারী স্টেশন মাষ্টারের রুমে হামলা চালিয়ে বেশ কিছু আসবাব পত্র ভাংচুর করে। পুলিশ ঘটনাস্থ থেকে সন্দেহজনক ৩জনকে আটক করেছে।
এ বিষয়ে রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ এসআই আরব আলীর সাথে যোগাযোগ করলে সহকারী স্টেশন মাষ্টারের রুমে হামলা চালিয়ে ভাংচুরের ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
বিডিপ্রতিদিন/ ৩০ নভেম্বর, ২০১৭/ ই জাহান