রাজধানীর খিলক্ষেত ও বিমানবন্দর এলাকায় পৃথকভাবে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকালে পৃথক দুর্ঘটনা দুটি ঘটে বলে জানিয়েছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে ঢাকা রেলওয়ে থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. রবিউল্লাহ জানান, খিলক্ষেত রেলগেটের দক্ষিণ পাশের রেললাইনে এক ব্যক্তি পায়ে হেঁটে রেললাইন অতিক্রম করার সময় চট্টগ্রামগামী ‘সোনার বাংলা’ ট্রেনের নিচে কাটা পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অজ্ঞাতপরিচয় (৪০) ওই ব্যক্তির পরনে ছিলো জিন্সের শার্ট ও চেক লুঙ্গি।
তিনি আরও জানান, বিমান বন্দর রেলস্টেশন ২ নং প্লাটফার্ম সংলগ্ন ৪ নং লাইনে ঢাকাগামী ‘সিরাজগঞ্জ এক্সপ্রেস’ নামে একটি ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় (২৫) আরেক ব্যক্তির ঘটনাস্থলেই মৃত্যু হয়। মৃত ব্যক্তির পরনে ছিলো সবুজ ও লাল রংয়ের ফুল হাতা শার্ট এবং চেক লুঙ্গি।
ময়নাতদন্তের জন্য লাশ দুটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান এএসআই মো. রবিউল্লাহ।
বিডি প্রতিদিন/০১ ডিসেম্বর ২০১৭/এনায়েত করিম