বরিশালে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে জেলা ও মহানগর যুবদলের পৃথক বিক্ষোভ মিছিলে বাধা দিয়েছে পুলিশ।
শুক্রবার সকাল সাড়ে ১০টায় প্রথমে মহানগর যুবদল এবং পরে জেলা যুবদল সদর রোডের দলীয় কার্যালয় চত্বর থেকে পৃথক বিক্ষোভ মিছিল বের করে। পুলিশ বাধা দিলে এ নিয়ে বাদানুবাদ শুরু হয়। পুলিশের কঠোর অবস্থানের কারণে শেষ পর্যন্ত বিক্ষোভ মিছিল করতে পারেনি যুবদলের কোন গ্রুপ।
এর আগে অ্যাডভোকেট আক্তারুজ্জামান শামীমের সভাপতিত্বে দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন সিনিয়র সহসভাপতি কামরুল হাসান রতন ও সাধারণ সম্পাদক মাসুদ হাসান মামুন প্রমুখ।
পরে একই স্থানে জেলা (দক্ষিণ) যুবদল সভাপতি অ্যাডভোকেট পারভেজ আকন বিপ্লবের সভাপতিত্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন সাধারল সম্পাদক অ্যাডভোকেট এএইচএম তসলিমউদ্দিনসহ অন্যান্যরা।
যুবদলের কর্মসূচিকে কেন্দ্রে করে যে কোন ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় বিএনপি অফিসের আশপাশ এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন ছিল।
বিডি প্রতিদিন/১ ডিসেম্বর, ২০১৭/ফারজানা