‘দুর্নীতির বিরুদ্ধে এক সাথে’ শ্লোগান নিয়ে টিআইবি’র আদলে গঠিত বরিশাল সচেতন নাগরিক কমিটির (সনাক) এক যুগপূর্তি হয়েছে। যুগপূর্তি উপলক্ষ্যে শুক্রবার সকালে বরিশালে মানববন্ধন, বর্ণাঢ্য র্যালি এবং সমন্বয় সভা করেছে সনাক। ১০টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে বেলুন-ফেস্টুন উড়িয়ে সনাক বরিশালের যুগপূর্তির উদ্ধোধন করেন অতিথিরা।
পরে সনাক বরিশালের সভাপতি অধ্যক্ষ গাজী জাহিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন সাবেক সভাপতি প্রফেসর এম. মোয়াজ্জেম হোসেন, ডা. সৈয়দ হাবিবুর রহমান, সাংবাদিক সাইফুর রহমান মিরন সহ অন্যান্যরা।
মানববন্ধন শেষে একটি বর্ণাঢ্য র্যালি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র্যালিটি নগরীর সদর রোডের প্যারারা রোডের সনাক কার্যালয় চত্ত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
বিডি প্রতিদিন/১ ডিসেম্বর ২০১৭/হিমেল