রাজধানীর মহাখালী বাস স্ট্যান্ড সংলগ্ন রাস্তায় যাত্রীবাহী বাসের ধাক্কায় রিয়াদ (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। আজ বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তার মৃত্যু হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে মহাখালী বাস স্ট্যান্ডের শাহিন হোটেলের সামনে রাস্তা পারাপারের সময় যাত্রীবাহী এনা পরিবহনের একটি বাস রিয়াদকে ধাক্কা দেয়। এতে রিয়াদ গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তার মৃত্যু হয়।
ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের পরিদর্শক উপ পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে।
বিডি প্রতিদিন/১ ডিসেম্বর ২০১৭/হিমেল