রাজধানীর উত্তরায় সুমন নামের এক ব্যক্তির রহস্যজনক মৃত্যু হয়েছে। মৃত সেই সুমন জয়দেবপুর এলাকায় ওষুধের ব্যবসা করতেন বলে জানা গেছে।
জানা যায়, সুমনকে আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে উত্তরা ৪ নম্বর সেক্টরের উত্তরা স্পোর্টিং ক্লাবের সিঁড়িতে পড়ে থাকতে দেখে মুমূর্ষু অবস্থায় তাকে ঢামেকে নেওয়া হয়। সেখানে চিকিৎসক দুপুর ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
উত্তরা পূর্ব থানার ওসি নূরে আলম সিদ্দিকি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত জানার চেষ্টা চলছে।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর