রাজধানীর মিরপুরে আজ প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে বাদল (২১) ও সোহেল (২৩) নামে দুই বন্ধু আহত হয়েছেন। আহত অবস্থায় বাদলকে ঢামেক হাসপাতাল ও সোহেলকে পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।এর মধ্যে বাদলের অবস্থা গুরুতর বলে জানিয়েছে চিকিৎসকরা।
শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, পূর্ব শত্রুতার জের প্রতিপক্ষ দুইজনকে ধারারো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করেন। থানায় এখনো লিখিত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার