চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানাধীন নতুন ব্রিজ বাস্তুহারা কলোনিতে বিষপানে আত্মহত্যা করেছে এক গৃহবধূ। মৃত সেই গৃহবধূর নাম সোমা ধর (২৫)। সোমা বাঁশখালীর বৈলছড়ির মানিক ধরের বাড়ির মিঠুন ধরের স্ত্রী।
শনিবার দিবাগত রাতে স্বামীর সঙ্গে ঝগড়া করে বিষপান করে সোমা। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এএসআই আলাউদ্দিন জানান, সোমা ও তার স্বামী বাকলিয়ার বাস্তুহারা কলোনিতে থাকতেন। স্বামীর সঙ্গে ঝগড়া করে বিষপান করলে গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। রাত আটটায় চমেক হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর