চট্টগ্রামে পারিবারিক কলহের জের ধরে বিষপান করে আত্মহত্যা করেছেন সোমা ধর নামে এক গৃহবধূ। রবিবার ভোররাতে বাকলিয়া থানার নতুন ব্রিজ বাস্তুহারা কলোনীতে এ ঘটনা ঘটে। নিহত সোমা ওই এলাকার মিঠুন ধরের স্ত্রী।
চমেক হাসপাতাল সূত্রে জানা যায়, স্বামীর সাথে ঝগড়া করে রাতে বিষপান করেন সোমা। পরে পরিবারের সদস্যরা উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় বাকলিয়া থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/০৩ ডিসেম্বর ২০১৭/আরাফাত