গাজীপুরের শ্রীপুরে মৌসুমী আক্তার (০৮) এক শিশুকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
রবিবার দুপুরে শিশুটির মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠিয়েছে বলে বলে নিশ্চিত করেছেন শ্রীপুর থানার উপ পরিদর্শক (এসআই) এখলাস উদ্দিন ফরাজী।
তিনি বলেন, নিহতের গলায় ও গোপনাঙ্গে রক্তের দাগ রয়েছে। এসব সিনড্রোমে মনে হচ্ছে- তাকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।
জানা যায়, রবিবার সকালে শিশু মৌসুমীর মৃত্যুর খবরটি ছড়িয়ে পড়ে। এসময় শিশুটির গলায় দাগ দেখে এলাকাবাসীর সন্দেহ হলে থানায় খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার।
বিডি-প্রতিদিন/০৩ ডিসেম্বর, ২০১৭/মাহবুব