স্বচ্ছতা ও জবাবদিহিতার লক্ষ্যে জনতার মুখোমুখি হযেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) কাউন্সিলর। নাসিকের সিদ্ধিরগঞ্জের ১নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব ওমর ফারুক ওয়ার্ডবাসীর মুখোমুখি হয়।
রবিবার বিকালে সিদ্ধিরগঞ্জের পাইনাদি নতুন মহল্লা এালাকায় এ মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নাসিক ২নং ওয়ার্ড কাউন্সিলর মো. ইকবাল হোসেন, সংরক্ষিত নারী কাউন্সিলর মাকসুদা মোজাফ্ফর, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য মো. সাদেকুর রহমান, নাসিকের প্রধান সমাজ কল্যাণ ও বস্তি উন্নয়ন কর্মকর্তা কেএম ফরিদুর, নাসিকের কর কর্মকর্তা আব্দুল হান্নান মিঞা, মো. হুমায়ুন কবির, এম এ রব, খলিলুর রহমান হামীদি প্রমুখ।
সভায় এলাকাবাসী স্বতঃফূর্তভাবে বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন কাউন্সিলরের নিকট। এ সময় নাসিক কাউন্সিলর ওমর ফারুক জনসাধারণের সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস দেন।
বিডি-প্রতিদিন/০৩ ডিসেম্বর, ২০১৭/মাহবুব