৩৫ বছর পর্যন্ত সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা নির্ধারণের দাবি জানিয়ে ফাঁসিতে ঝুঁলে প্রতীকী আত্মহত্যা করেছে বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে রবিবার এই প্রতীকী আত্মহত্যার কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে রাজধানীর বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়। এতে সভাপতিত্ব করেন ইমতিয়াজ হোসেন।
এসময় বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক এম এ আলী, সিনিয়র সহ-সভাপতি মামুনুর রশিদ মামুন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান মাসুদ, যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি শেখ জাহিদ আজিমসহ ১০ জন প্রতীকী ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে ক্ষোভ, যন্ত্রণা আর হতাশা প্রকাশ করেন। সরকারের কাছে সরকারি চাকরিতে প্রবেশে বয়সসীমা বাড়িয়ে ৩৫ নির্ধারণ করার দাবি জানান।
বিডিপ্রতিদিন/ ০৩ নভেম্বর, ২০১৭/ ই জাহান