পুলিশের আশ্বাসের পর অনশন ভেঙেছেন কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা দিয়াজ ইরফান চৌধুরীর মা জাহেদা আমিন চৌধুরী।
শনিবার রাতে নগরীর একটি বেসরকারি হাসপাতালে জাহেদা আমিনকে দেখতে গিয়ে পানি পান করিয়ে অনশন ভাঙান চট্টগ্রামের পুলিশ সুপার নুরে আলম মিনা।
দিয়াজের বড় বোন জোবায়দা সওয়ার চৌধুরী নিপা বলেন, শনিবার রাতে মাকে দেখতে আসেন পুলিশ সুপার। এসময় দিয়াজের খুনিদের দ্রুত সময়ের মধ্যে গ্রেফতারের আশ্বাস দিয়ে মাকে পানি পান করান। ’
গত সোমবার দিয়াজের খুনীদের গ্রেফতারের দাবিতে অনশন শুরু করেন দিয়াজের মা। অনশন চলাকালেই অসুস্থ হয়ে পড়েন তিনি।
প্রসঙ্গত, গত ২০ নভেম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নিজের বাসা থেকে উদ্ধার করা হয় ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক দিয়াজের ঝুলন্ত লাশ। এ ঘটনায় দিয়াজের মা বাদী হয়ে গত বছরের ২৪ নভেম্বর আদালতে হত্যা মামলা করেন। ওই হত্যা মামলার আসামিরা হলেন- বিশ্ববিদ্যালয়ের সেসময়ের সহকারী প্রক্টর আনোয়ার হোসেন, সেসময়ের বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আলমগীর টিপু, ছাত্রলীগ নেতা আবুল মনসুর জামশেদ, রাশেদুল আলম জিশান, আবু তোরাব পরশ, মনসুর আলম, আবদুল মালেক, মিজানুর রহমান, আরিফুল হক অপু ও মোহাম্মদ আরমান। প্রথম ময়নাতদন্ত প্রতিবেদনে ‘আত্মহত্যা’ উল্লেখ করা হলেও আদালতের নির্দেশে হওয়া দ্বিতীয় ময়নাতদন্ত প্রতিবেদনে দিয়াজকে ‘হত্যা’ করা হয় বলে উলেখ করা হয়।
বিডিপ্রতিদিন/ ০৩ নভেম্বর, ২০১৭/ ই জাহান