রাজধানীর উত্তরখানে চাকরির প্রলোভন দেখিয়ে নবম শ্রেণীর ছাত্রীকে (১৪) ধর্ষণের অভিযোগে উঠেছে। এ অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। এদিকে ধর্ষণের শিকার ওই ছাত্রীকে রবিবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।
উত্তরখান থানার ওসি হেলাল উদ্দিন জানান, ১৪ বছর বয়সী ওই কিশোরী তুরাগ বাউনিয়া এলাকার একটি স্কুলের ৯ম শ্রেণির ছাত্রী। তুরাগ এলাকায় সে পরিবারের সঙ্গে থাকে। শনিবার বিকেলে তাদের পূর্ব পরিচিত শাহ আলম (৩৮) নামের এক ব্যক্তি চাকরির প্রলোভন দেখিয়ে উত্তরখান সুজারপার এলাকায় নিয়ে যায়। সেখানে শাহ আলমের পরিচিত জুয়েলের বাসায় ওই ছাত্রীকে ধর্ষণ করে। পরে ওই ছাত্রী বাসায় এসে বিষয়টি তার মাকে জানায়। তারা শনিবার রাতে থানায় এসে অভিযোগ করেন। এরপর অভিযান চালিয়ে ধর্ষক শাহ আলম ও তার সহযোগী জুয়েলকে আটক করা হয়।
বিডি প্রতিদিন/৩ ডিসেম্বর ২০১৭/হিমেল