রাজধানীর মিরপুরের সেনপাড়া এলাকা সুজন (৩২) নামে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে।ময়নাতদন্তের জন্য তার মরদেহ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
রবিবার দুপুরে কাফরুল থানার উপ-পরিদর্শক (এসআই) ইদ্রিস আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, সুজন সেনপাড়া এলাকার ৩২৪ নম্বর বাসায় পরিবারের সঙ্গে থাকতেন। শনিবার দিবাগত রাতে তাকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় পরিবারের লোকজন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তার শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে রহস্যজনক মৃত্যু হওয়ায় তার লাশ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পরই মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
বিডি প্রতিদিন/০৩ ডিসেম্বর ২০১৭/আরাফাত