সিলেটের জৈন্তাপুর উপজেলার শ্রীপুরে পাথর কোয়ারির দখল নিয়ে সংঘর্ষে আহত হোসাইন আহমদের (৪০) মৃত্যু হয়েছে। রবিবার রাত সাড়ে ৮টার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
হোসাইন আহমদ উপজেলার শ্রীপুরের দরবস্ত মোহাইল গ্রামের মরতুজ আলী মেম্বারের ছেলে।
এর আগে রবিবার দুপুরে জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিয়াকত আলী ও সহ-সভাপতি কামাল আহমদের অনুসারীদের মধ্যে পাথর কোয়ারি দখল নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে অন্তত ২০ জন আহত হন।
জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ ময়নুল জাকির জানান, কিছুদিন ধরে ওই পাথর কোয়ারির জমির দখল নিয়ে লিয়াকত ও কামালের অনুসারীদের মধ্যে বিরোধ চলছিল। দুপুরে লিয়াকত আলীর অনুসারীরা কোয়ারিতে পাথর তুলতে যায়। এসময় কামালের সমর্থকরা সেখানে গেলে দু'পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়।
বিডি প্রতিদিন/০৩ ডিসেম্বর ২০১৭/আরাফাত