ভেজাল ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর নিম্নমানের খাবার তৈরি এবং বিক্রির দায়ে সাড়ে চার লাখ টাকা জরিমানা আদায় করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।
সোমবার স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও বিশুদ্ধ খাদ্য আদালত-১-এর বিচারক মো. মাহবুব সোবহানী 'নিরাপদ খাদ্য আইন ২০১৩' অনুযায়ী এই জরিমানার আদেশ দেন।
ডিএসসিসি সূত্রে জানা যায়, জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর নিম্নমানের ডালডা দিয়ে খাদ্য পণ্য তৈরি ও বিক্রির দায়ে অঞ্চল-৪ এর আওতাধীন ৬২ হাছননগর কামরাংগীরচর এলাকার ফাতেমা বেকারি অ্যান্ড কনফেকশনারীর মালিক নাছিরকে সাড়ে চার লাখ টাকা জরিমানা করা হয়।
বিডি প্রতিদিন/২৯ জানুয়ারি ২০১৮/আরাফাত