দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বড় উত্থান হয়েছে। এদিন ডিএসইতে সব কটি মূল্য সূচক বেড়েছে। সোমবার ডিএসইতে মূল্য সূচকের পাশাপাশি লেনদেনের পরিমাণ এবং লেনদেন হওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার দাম বেড়েছে।
লেনদেন হওয়া ১৭০টি প্রতিষ্ঠানের শেয়ার দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১১৪টির। আর দাম অপরিবর্তিত রয়েছে ৫০টির।
এদিন ৩৩৪ টি কোম্পানির ১০ কোটি ৪২ লাখ ৪৫ হাজার ৭৫৭ টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। মোট লেনদেনের পরিমাণ ৪১৩ কোটি ১৬ লাখ ৭ হাজার ১৭৫ টাকা।
ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের চেয়ে ৩১.৭৩ পয়েন্ট বেড়ে ৬১৭৬.৪৫ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ১২.৮২ পয়েন্ট বেড়ে ২২৯৩.৯৭ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ১১.৯০ পয়েন্ট বেড়ে ১৪২৫.৪৫ পয়েন্টে দাঁড়িয়েছে।
লেনদেনের ভিত্তিতে টাকার অংকে শীর্ষে থাকা প্রধান ১০টি কো¤পানি হলো: স্কয়ার ফার্মা, ন্যাশনাল ব্যাংক লিঃ, গ্রামীণ ফোন, নাহী অ্যালুমিনিয়াম, প্যারামাউন্ট টেক্সটাইল, আলিফ ইন্ডাস্ট্রিজ, বিডি ফাইন্যান্স, মুন্নু সিরামিকস, ব্র্যাক ব্যাংক লি. ও ইফাদ অটোস।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: নাহী অ্যালুমিনিয়াম, আলিফ ইন্ডাস্ট্রিজ, মুন্নু সিরামিকস, গ্রীনডেল্টা ইন্সু. ওয়াইম্যাক্স ইলেক্ট্রোড, বৃটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ লি., বার্জার পেইন্ট, ফার্মা এইড, তাক্কাফুল ইন্সু. ও ন্যাশনাল ব্যাংক লি.।
অন্যদিকে দর কমার শীর্ষে প্রধান ১০টি কো¤পানি হলো: ইমাম বাটন, প্রিমিয়ার সিমেন্ট, মেঘনা পেট, মেট্রো স্পিনিং, জিলবাংলা সুগার মিলস, বাংলাদেশ সাবমেরিন কেবলস, বাংলাদেশ বিল্ডার্স, রিলায়েন্স ইন্সুঃ, মেঘনা কন্ডেন্সড মিল্ক ও আইসিবি এএমসিএল ২য় মি. ফা।
বিডি প্রতিদিন/২৯ জানুয়ারি ২০১৮/আরাফাত