রাজধানীর মোহাম্মদপুরের কৃষি মার্কেটের একটি রেস্টুরেন্টে আগুন লেগেছে। আজ দুপুর ১২টা ৩৮ মিনিটের দিকে রেস্টুরেন্টটিতে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাসেল শিকদার।
ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।
এ ব্যাপারে রাসেল শিকদার জানান, আগুন লাগার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করছে। তবে কীভাবে আগুনের সূত্রপাত তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি ফায়াস সার্ভিসের এই কর্মকর্তা।
বিডি প্রতিদিন/৩০ জানুয়ারি, ২০১৮/ওয়াসিফ