রাজশাহীতে শপথ নিয়েছেন পৌরসভা ও উপজেলা পরিষদের ১৪ জন নির্বাচিত জনপ্রতিনিধি। মঙ্গলবার বিভাগীয় কমিশনার নূর-উর-রহমান তার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তাদের শপথ বাক্য পাঠ করান।
শপথগ্রহণকারীরা হলেন রাজশাহীর বাঘা পৌরসভার মেয়র আবদুর রাজ্জাক, কাউন্সিলর আবদুস সালাম, আলতাব হোসেন, সাইফুল ইসলাম, আসলাম হোসেন, শাহিনুর রহমান, মো. আলাউদ্দীন, মমিনুল ইসলাম, আকরাম হোসেন, মোশাররফ হোসেন, সংরক্ষিত নারী আসনের কাউন্সিলর মর্জিনা খাতুন, রঞ্জনা বেগম ও মনোয়ারা বেগম।
এছাড়া এদিন বগুড়ার শেরপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফিরোজা খাতুনকে শপথ বাক্য পাঠ করানো হয়েছে। গত বছরের ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ফিরোজা খাতুন নির্বাচিত হন। এর আগে ৬ সেপ্টেম্বর তৎকালীন মহিলা ভাইস চেয়ারম্যান সালমা ইসলাম শেফা মারা যান।
সীমান্ত সংক্রান্ত জটিলতা কাটিয়ে এক যুগেরও বেশি সময় পর একই দিন বাঘা পৌরসভারও নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে মেয়র নির্বাচিত হন বিএনপির প্রার্থী আবদুর রাজ্জাক। বাঘা পৌরসভার মেয়র-কাউন্সিলরদের শপথ করাতে গত ১৪ জানুয়ারি গেজেট প্রকাশিত হয়। আর শেরপুরের মহিলা ভাইস চেয়ারম্যানকে শপথ করাতে গেজেট প্রকাশ হয় ২ জানুয়ারি।
এরপরই তাদের শপথ বাক্য পাঠ করালেন বিভাগীয় কমিশনার। শপথ গ্রহণ অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের রাজশাহী বিভাগীয় পরিচালক শ্যাম কিশোর রায়, উপ-পরিচালক সাউগাতুল ইসলাম ও সংশ্লিষ্ট উপজেলার নির্বাচন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/৩০ জানুয়ারি, ২০১৮/মাহবুব