খুলনায় বাস মালিক সমিতির দ্বন্দ্বের জের ধরে আন্তঃজেলা চার রুটের বাস চলাচল ৭ ঘণ্টা বন্ধ ছিল। আজ সকাল থেকে বাস চলাচল বন্ধ থাকে। এতে খুলনা থেকে মোংলা, বাগেরহাট, পিরোজপুর ও চিতলমারীগামী যাত্রীরা ভোগান্তিতে পড়েন। অনেককে মালামাল নিয়ে দীর্ঘক্ষণ বাসস্ট্যান্ডে বসে থাকতে দেখা যায়। পরে বিকালে খুলনা বাস-মিনিবাস মালিক সমিতি ও রূপসা-বাগেরহাট মালিক সমিতির সমঝোতা বৈঠকের পর ধর্মঘট প্রত্যাহার করা হয়।
খুলনা বাস-মিনিবাস মালিক সমিতির নেতৃবৃন্দ এক বিবৃতিতে জানায়, মঙ্গলবার সকালে রূপসার কুদির বটতলা নামক স্থানে খুলনা থেকে ছেড়ে যাওয়া একটি যাত্রীবাহি বাস আটক করে এর চালককে মারধর করে রূপসা-বাগেরহাট মালিক সমিতির লোকজন। এ ঘটনার পর তারা খুলনা থেকে দক্ষিণাঞ্চলের সকল রুটের বাস চলাচল বন্ধ করে দেয়।
তবে রূপসা-বাগেরহাট বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি এসএম মোজাফফর রশিদী রেজা জানান, ‘আমাদের গাড়ির সংখ্যা বেশি হওয়ায় এতদিন সমঝোতার ভিত্তিতে তাদের একটি ও আমাদের চারটি গাড়ি নির্দিষ্ট সময় পরপর গন্তব্যে ছেড়ে যেতো। কিন্তু মঙ্গলবার সকাল থেকে তারা সিরিয়াল ভেঙ্গে তাদের গাড়ি ছাড়তে শুরু করলে মালিকরা এর প্রতিবাদ জানায়। এরপর তারাই আবার ধর্মঘট ডেকে বাস চলাচল বন্ধ করে দেয়।’
তিনি বলেন, সোনাডাঙ্গা বাসস্ট্যান্ডে মালিক সমিতির কার্যালয়ে দু’পক্ষের বৈঠকের পর ধর্মঘট প্রত্যাহার করা হয়। ফলে মঙ্গলবার বিকাল থেকে এই সকল রুটে বাস চলাচল শুরু হয়েছে।
বিডি প্রতিদিন/৩০ জানুয়ারি ২০১৮/হিমেল