মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বলেছেন, সরকার সুপরিকল্পিতভাবে সকল স্তরকে সুবিন্যস্ত করে সামষ্টিক পরিকল্পনা নিয়ে দেশকে উন্নয়নের দিকে নিয়ে যাচ্ছেন। যা' অতীতের কোন সরকারই করেনি।
মঙ্গলবার বিকেলে খুলনা সার্কিট হাউস মাঠে আঞ্চলিক এসএমই পণ্য মেলা-২০১৮ এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, এ উন্নয়নকে টেকসই করতে হলে প্রত্যেক সক্ষম ব্যক্তির আয় করা দরকার। ব্যক্তির আয় বাড়লে রাষ্ট্রের আয় বাড়বে। আবার রাষ্ট্রের আয় বাড়লে ব্যক্তিরও আয় বাড়বে। এতে করে রাষ্ট্র ও ব্যক্তি সবাই লাভবান হবে।
তিনি বলেন, আমাদের দেশের লোকসংখ্যা বেশি, জায়গা কমে যাচ্ছে। এ জন্য চীনের মতো বাড়ির আঙ্গিনায় হস্তশিল্প ও কুটির শিল্প স্থাপন করে পণ্য উৎপাদনের প্রতি গুরুত্ব দিতে হবে।
খুলনা জেলা প্রশাসক মো. আমিন উল আহসানের সভাপতিত্বে বক্তৃতা করেন বাংলাদেশ ব্যাংক খুলনা শাখার নির্বাহী পরিচালক মো. আজিজুর রহমান, বিসিকের উপ-মহাব্যবস্থাপক শাহ নেওয়াজ ও নাসিব-এর সভাপতি মো. ইফতেখার আলী বাবু। পরে পণ্য মেলায় অংশগ্রহণকারী স্টলসমূহের মধ্য থেকে ২০টি সেরা স্টলকে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়। ২৪-৩০ জানুয়ারি অনুষ্ঠিত এ মেলায় ৫৬টি স্টল অংশ গ্রহণ করে।
বিডি প্রতিদিন/৩০ জানুয়ারি ২০১৮/এনায়েত করিম