গাজীপুরের শ্রীপুরের এমসি বাজারে নিয়ন্ত্রণ হারিয়ে মুরগীবাহী পিকআপ মাইলফলকের সাথে ধাক্কা লেগে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন। হতাহতরা সবাই মুরগি ব্যবসায়ী। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।
বুধবার সকাল ৬টা ৫ মিনিটে এই সড়ক দুর্ঘটনা ঘটে।
মাওনা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, ভোরে ময়মনসিংহগামী মুরগীবাহী একটি পিকআপ শ্রীপুরের এমসি বাজারে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার মাইলফলকের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তিন ব্যবসায়ী নিহত হন। এসময় আহত হন আরও দুই ব্যবসায়ী। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিডি প্রতিদিন/৩১ জানুয়ারি ২০১৮/আরাফাত