নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি নির্বাচনে ১৭ পদের মধ্যে সভাপতি-সাধারণ সম্পাদকসহ ছয় পদে জয়ী হয়েছে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ।
অপরদিকে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ সিনিয়র সহ-সভাপতিসহ ১১ পদে জয়ী হয়েছে। মঙ্গলবার জেলা আইনজীবী সমিতির ভবনের দ্বিতীয় তলায় সকাল নয়টা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত নির্বাচন অনুষ্ঠিত হয়।
পরে ভোট গণনা শেষে রাত দুইটার দিকে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির ভবনে এ ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আক্তার হোসেন। এ সময় উপস্থিত ছিলেন সাংসদ একেএম শামীম ওসমান ও এমপি লিয়াকত হোসেন খোকাসহ আওয়ামী লীগের নেতারা।
সভাপতি পদে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের হাসান ফেরদৌস জুয়েল পেয়েছেন ৪৬৬ ভোট। তার প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের জহিরুল হক পেয়েছেন ৪২৫ ভোট। সাধারণ সম্পাদক পদে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের মুহাম্মদ মোহসীন মিয়া পেয়েছেন ৪৮২ ভোট। প্রতিদ্বন্দ্বী জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের আবদুল হামিদ খান ভাষানী ভূইয়া পেয়েছেন ৪১৩ ভোট।
এছাড়া সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন রেজাউল করিম খান রেজা। সহ-সভাপতি আজিজ আল মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ নুরুল আমিন মাসুম, কার্যকরী সদস্য রাশেদ ভূইয়া, আবদুল মান্নান, আমেনা আক্তার শিল্পী, রফিকুল ইসলাম আনু ও আল আমিন সবুজ নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে ৯২৮ জন ভোটারের মধ্যে ৯১২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
বিডি প্রতিদিন/৩১ জানুয়ারি ২০১৮/হিমেল