গত ২৯ জানুয়ারী প্রগতিশীল ছাত্রজোটের ছাত্র ধর্মঘট চলকালে বিভিন্ন স্থানে ছাত্রলীগের হামলার প্রতিবাদে বরিশালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। প্রগতিশীল ছাত্র জোট বরিশাল জেলা শাখার উদ্যোগে বুধবার সকাল ১০টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জেলা ছাত্র ইউনিয়ন সভাপতি দিপংকর কুন্ডুর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন প্রগতিশীল ছাত্র জোটের কেন্দ্রিয় সমন্বয়ক ইমরান হাবিব রুমন, জেলা বাসদের সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী, জেলা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি সন্তু মিত্রসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা শিক্ষার গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে সরকারের প্রতি দাবি জানান।
বিডি প্রতিদিন/৩১ জানুয়ারি ২০১৮/হিমেল