রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইল মৃধাবাড়ী এলাকায় একটি যাত্রীবাহী বাসে ওঠার সময় পড়ে গিয়ে ওই বাসের চাপায় মানিক মিয়া (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
মৃত মানিক ময়মনসিংহ নান্দাইল উপজেলার দরুরা গ্রামে সদর আলী মিয়ার সন্তান। যাত্রাবাড়ীর মাতুয়াইল এলাকায় তার শ্বশুর বাড়িতে বেড়াতে এসেছিলেন।
মৃত মানিকের পরিচিত মালেক জানান, যাত্রাবাড়ী থেকে মোহাম্মদপুর এক আত্নীয়ের বাড়িতে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় মানিকের মৃত্যু হয়।
ঢাকা মেডিকেল পুলিশ বক্স ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
বিডিপ্রতিদিন/ ০১ ফেব্রুয়ারি ২০১৮/ ই জাহান