গাজীপুরের শ্রীপুরে দেয়াল ধসে লিলি আক্তার (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। একই ঘটনায় তার স্বামী আলাল উদ্দিন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার টার দিকে শ্রীপুর পৌর এলাকার ৩ নম্বর ওয়ার্ড জিওসি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত লিলি আক্তার (৩৫) ওই এলাকার আলাল উদ্দিনের স্ত্রী। আহত আলাল উদ্দিনকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ওয়ার্ড কাউন্সিলর আব্দুল সাহিদ বলেন, ভবন তৈরির জন্য সকালে আলালের পুরনো মাটির ঘর ভাঙ্গার কাজ চলছিল। এ সময় তিনি ও তার স্ত্রী লিলি সেখানে ছিলেন। এক পর্যায়ে ঘরের দেয়াল তাদের উপর ধসে পড়লে গুরুতর আহত হন তারা।
পরে তাদের উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় বলে জানান তিনি।
হাসপাতালে আসার পথে লিলি আক্তারের মৃত্যু হয় বলে জানিয়েছেন শ্রীপুর উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা মাইনুল ইসলাম।
বিডি প্রতিদিন/০১ ফেব্রুয়ারি ২০১৮/এনায়েত করিম