আজ থেকে সোহরাওয়ার্দী উদ্যান ও বাংলা একাডেমি প্রাঙ্গণ উঠবে বইপ্রেমীদের উপস্থিতিতে। নতুন বইয়ের গন্ধ ও বিকিকিনিতে আজ থেকে এক মাস মুখরিত থাকবে গ্রন্থমেলা প্রাঙ্গণ।
অমর একুশে গ্রন্থমেলার রীতি অনুযায়ী আজ বিকাল ৩টায় বাংলা একাডেমি প্রাঙ্গণে মাসব্যাপী এ মেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এবারের বইমেলায় পাওয়া যাবে মাহবুবর রহমানের গল্পগ্রন্থ 'নীল পাড়ের শাড়ি'। দাঁড়কাক এর উদ্যোগে প্রকাশিত বইটি পাওয়া যাবে লিটল ম্যাগাজিন চত্বর, বহেরাতলায়, স্টল নং ৯৬। এছাড়া জ্ঞানকোষ, রোড ৪, ধানমন্ডিতেও পাওয়া যাবে বইটি। বুধবার বইটির প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়।
বিডি প্রতিদিন/১ ফেব্রুয়ারি, ২০১৮/ফারজানা