সাত বিশিষ্ট ব্যক্তিকে সাত ক্যাটাগরীতে মিডিয়া মিউজিয়াম সম্মাননা ২০১৮ প্রদান করা হয়েছে। তারা হলেন জহির আলীম (সংগীত শিল্পী), সৈয়দ নজরুল হক (লোকসাংস্কৃতিক সংগঠক, ভারত), থিওফিল নকরেক ( লেখক ও কবি), নজরুল ইসলাম ভুঁঞা মাহাবুব (সমাজ সেবা), শেখ গালিব রহমান (তরুণ প্রযুক্তিবিদ,ইউএসএ), হাসান মাহমুদ (অনুসন্ধানী সাংবাদিকতা), মোহাম্মদ মারুফ ফিরোজ (শিক্ষা উদ্যোক্তা)।
শুক্রবার সন্ধ্যায় রাজধানীর মালিবাগে কারিতাস মিলনায়তনে মিডিয়া মিউজিয়াম সম্মাননা ২০১৮ প্রদান করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক বলেন, লোক সংস্কৃতি আমাদের শেকড় যা সম্প্রীতি আর মানবতা নিয়ে বাঁচতে শেখায়, তাই লোকজ সংস্কৃতির বিস্তৃতি আরো বেশি করে আধুনিক সমাজে ছড়িয়ে দিতে হবে। মানবিক মূল্যবোধ সৃষ্টির সূতিকাগার হল এসব সামাজিক সাংস্কৃতিক আয়োজন। লোকজ সংস্কৃতি আমাদের গ্রাম বাংলার ঐতিহ্যকে স্মরণ করিয়ে দেয়।
মিডিয়া মিউজিয়াম অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট এম এম বাদশাহ্ বলেন, সমাজের প্রতিটি সেক্টরেই নিজগুণে প্রতিভারর বিচ্ছুরণে সমাজ সংস্কৃতিকে এগিয়ে নিচ্ছেন গুনীজনরা। কিন্তু তাদের জীবদ্দশায় আনুষ্ঠানিক মূল্যায়নের ব্যবস্থা এই সমাজে খানিকটা কম। তাই মিডিয়া মিউজিয়াম সম্মাননা প্রদানের ক্ষুদ্র প্রয়াস নিয়েছে সংগঠনটি। আগামীতে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা প্রচারবিমুখ অগ্রপথিক এমন গুনীজনকে খুঁজে সম্মানিত করবে মিডিয়া মিউজিয়াম। এখন থেকে প্রতিবছর বিভিন্ন ক্যাটাগরিতে মিডিয়া মিউজিয়াম সম্মাননা প্রদান করা হবে ।
অনুষ্ঠানে লোকগানের পাশাপাশি হারিয়ে যাওয়া পুঁথি পাঠের আয়োজন ছিল অনেকটাই উপভোগ্য। ছিল শিশু শিল্পীদের লোকগান ও শিশু শিল্পীর বাশির সুরে পাহাড়ি গান।
মিডিয়া মিউজিয়াম অব বাংলাদেশের প্রেসিডেন্ট ও এসএটিভির চিফ ক্রাইম রিপোর্টার এম এম বাদশাহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাপ্তাহিক শিক্ষাবিচিত্রা সম্পাদক আবদার রহমান, আদিবাসী বার্তার সম্পাদক এ এম মিলন, ঢাকা বারের আইনজীবী নেতা অ্যাডভোকেট জহিরুল ইসলাম, ইআইবিসিএল’র সিও রাকিবুল হাসান, বিশিষ্ট চিত্রশিল্পী এফ এম আনিস, মিডিয়া মিউজিয়াম ইয়ুথ কাবের ভাইস প্রেসিডেন্ট মোমিন উল্ল্যাহ, রিয়াজুল ইসলাম, সাধারণ সম্পাদক এফ এম বায়জিদ, মিডিয়া মিউজিয়াম অব বাংলাদেশের পরিচালক সিকদার নজরুল ইসলাম ও রিদওয়ান তুহিন, কার্যনির্বাহী সদস্য মাসুদ রানা প্রমুখ।
উল্লেখ্য, কয়েকজন সাংবাদিক ও সংস্কৃতি কর্মীর সমন্বয়ে ২০০৯ সালের অক্টোরব মাসে মিডিয়া মিউজিয়াম অব বাংলাদেশের পথচলা শুরু। এই সল্প সময়ে পথশিশুদের শিক্ষার উপকরণ প্রদান, ঈদ উৎসবে নতুন জামা প্রদান, তীব্র শীতে শীতবস্ত্র প্রদানের কর্মসূচি পালন করে আসছে সংগঠনটি। তৃণমূল গ্রামগঞ্জে এমনকি চরাঞ্চলের শীতার্ত হতদরিদ্রদের পাশেও সামর্থ্য অনুযায়ী সহায়তা নিয়ে ছুটে যায় মিডিয়া মিউজিয়ামের সদস্যরা।
বিডি প্রতিদিন/ফারজানা