ডিএমপির ট্রাফিক পুলিশের অতিরিক্ত কমিশনার মীর রেজাউল আলম বলেছেন, ট্রাফিক পুলিশ, পরিবহন মালিক ও শ্রমিকদের সম্মিলিত প্রচেষ্টায় আধুনিক গণরিবহন ব্যবস্থা গড়ে তোলা হবে।
শনিবার রাজধানীর মহাখালী বাস টার্মিনালে ‘ট্রাফিক সচেতনতামূলক কর্মসূচি’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা জানান।
চালক-শ্রমিকদের উদ্দেশ্যে ডিএমপি'র ঊর্ধ্বতন এ কর্মকর্তা বলেন, সড়কে নিরাপত্তা নিশ্চিতে চালক-শ্রমিক থেকে শুরু করে পথচারী পর্যন্ত সবারই দায়িত্ব রয়েছে। সবার স্বার্থে সবাইকে আইন মানা জরুরি। মালিক ও চালক-শ্রমিকদের দায়বদ্ধতা বেশি, কারণ তাদের মাধ্যমে পরিবহন ব্যবস্থা পরিচালিত হয়।
আধুনিক পরিবহন ব্যবস্থার অংশ হিসেবে এরইমধ্যে মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ শুরু হয়েছে জানিয়ে তিনি এসময় বলেন, তারপরেও এসব মাধ্যমে রাজধানীর মাত্র ১৫ শতাংশ মানুষ চলাচলের সুযোগ পাবেন। বাকি ৮৫ শতাংশের মধ্যে কিছু সংখ্যক প্রাইভেটকার বা মোটরসাইকেলে চলাচল করলেও অধিকাংশই গণপরিবহনে চলাচল করবেন। তাই গণপরিবহনের সুশৃঙ্খলাটাই সবচেয়ে জরুরি।
এ সময় আরো বক্তব্য রাখেন ট্রাফিক উত্তর বিভাগের যুগ্ম-কমিশনার মোসলেউদ্দিন আহমেদ, ট্রাফিক উত্তরের উপ-কমিশনার (ডিসি) প্রবীর কুমার রায়, মহাখালী বাস টার্মিনাল মালিক সমিতির সভাপতি আবুল কালাম আজাদ প্রমুখ।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর