আগামী ২১ নভেম্বর থেকে রংপুরে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে যাচ্ছেন পরিবহন শ্রমিকরা। শ্রমিকদের নিয়োগপত্র প্রদানে মালিকপক্ষের বিভিন্ন তালবাহানার প্রেক্ষিতে এই কর্মসূচির ঘোষণা দিয়েছে জেলা মটর শ্রমিক ইউনিয়ন।
রবিবার রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনালের জেলা মটর শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে এক বিশেষ সভায় এ সিদ্ধান্ত নেন শ্রমিকনেতারা।
জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এম এ মজিদ বলেন, পরিবহন শ্রমিকদের প্রায় ৪০ বছরের প্রাণের দাবি নিয়োগপত্র। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিয়োগপত্র প্রদানের জন্য গেজেট আকারে প্রজ্ঞাপন জারি করেছেন। অথচ মালিকরা বিভিন্ন তালবাহানা করছে। আমাদের যৌক্তিক দাবি ২০ নভেম্বরের মধ্যে মালিকরা বাস্তবায়ন না করলে ২১ নভেম্বর থেকে রংপুরে অনির্দিষ্টকালের জন্য পরিবহন শ্রমিক কর্মবিরতি শুরু হবে।
বিডি-প্রতিদিন/৫ নভেম্বর ২০১৮/আবুল কালাম