আমরা ইলিয়াস আলী, চৌধুরী আলমকে ফেরত চাইবো জানিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, সময়ে হয়তো একদিন আপনাদেরও আমাদের কাছে আসতে হবে। সেদিন কোনো ছাড় দেওয়া হবে না। ওইদিন আমরা ইলিয়াস আলী, চৌধুরী আলমকে ফেরত চাইবো। তিনি বলেন, আজ আমরা বিএনপি নেত্রীর মুক্তির জন্য আপনাদের বলছি। সময় হয়েছে সংসদ ভেঙে দেওয়ার, সংসদ ভেঙে দিয়ে নির্বাচন দিন, খালেদা জিয়াকে মুক্তি দিন।
আজ জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক গোল টেবিল আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। খালেদা জিয়ার মুক্তি ও ৭ নভেম্বরের তাৎপর্য বিষয়ক এ সভার আয়োজন করে জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ।
শামসুজ্জামান দুদু আরও বলেন, খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে। কীভাবে দেবেন, সেটা আপনারাই ভালো জানেন।
আলোচনা সভায় আয়োজক সংগঠনের সভাপতি এম গিয়াস উদ্দীনের সভাপতিত্বে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক ড. সুকুমল বড়ুয়া, হাবিবুর রহমান হাবিব, বিএনপির স্ব-নির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার