আশুলিয়ার জামগড়ায় একটি বাসায় গ্যাস লিকেজ থেকে আগুনের ঘটনায় দগ্ধ আরো একজনের মৃত্যু হয়েছে। সোমবার রাতে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল বার্ণ ইউনিটে মারা যান আরব আলী (৫০)। এর আগে মারা গেছেন তার স্ত্রী হাসিনা বেগম।
এ নিয়ে এই ঘটনায় মারা গেল দুইজন। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন তাদের ছেলে আব্দুর রব, ছেলের বউ রিপা আক্তার এবং দেড় বছরের নাতনি আয়েশা।
উল্লেখ্য, গত শুক্রবার সকাল সাতটায় ঘুম থেকে উঠে চুলায় ম্যাচ জালানোর সাথে সাথে বিকট শব্দ হয়ে আগুন লেগে যায়। ততক্ষণে বাসায় থাকা সকলেই দগ্ধ হয়। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
বিডি প্রতিদিন/হিমেল