রাজধানীর গেন্ডারিয়ার নারিন্দায় বিদ্যুৎস্পৃষ্টে মোছাম্মদ নুরুন্নাহার বেগম (৪৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার (৫ নভেম্বর) বিকাল ৫টায় নারিন্দা ১৪নং শরৎ গুপ্ত রোড চারতলা ভবনে ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।
নুরুন্নাহারের ভাগ্নে মোছা. সুমা জানান, বিকেল পাঁচটার দিকে নাতনি মুন ঘুড়ি ওড়ানোর সময় চার তলার বারান্দার বাইরে তারের সঙ্গে বেঁধে যায়। তখন বারান্দা থেকে লাঠি দিয়ে ঘুড়ি পাড়ার সময় বাইরের বৈদ্যুতিক তারে বিদ্যুৎস্পৃষ্ট হয় নুরুন্নাহার বেগম। পরবর্তী তাকে উদ্ধার করে সন্ধ্যা সাড়ে ৭টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গেন্ডারিয়া থানার উপ-পরিদর্শক এসআই হাবিবুর রহমান জানান, খবর পেয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মৃতদেহটি মর্গে রাখা হয়েছে।
নিহতের গ্রামের বাড়ি নড়াইল লক্ষ্মীপাশা থানার নোয়াগ্রা গ্রামের মো. ইয়াকুব আলী বিশ্বাসের স্ত্রী। নারিন্দা ১৪নং শরৎ গুপ্ত রোড নারিন্দা চার তালা বাসায় পরিবারের সাথে ভাড়া বাসায় থাকতেন তিনি।
বিডি প্রতিদিন/হিমেল