রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আজ অনুষ্ঠিত হবে জাতীয় ঐক্যফ্রন্টের জনসভা। দুপুর ২টায় শুরু হয়ে এ জনসভা চলবে বিকেল ৫টা পর্যন্ত।
জনসভায় প্রধান অতিথি থাকবেন ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন আর প্রধান আলোচক থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জনসভায় যোগ দেবেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী।
আজকের জনসভার বিষয়ে বিএনপি মহাসচিব ও ঐক্যফ্রন্ট মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘সংলাপে বিঘ্ন ঘটে এমন কোনো কর্মসূচি আজকের জনসভা থেকে দেবে না ঐক্যফ্রন্ট। আমরা আলোচনায় বিশ্বাস করি, আশা করি চলমান সংকট আলোচনার মাধ্যমে সমাধান হবে।’
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন