রাজধানীর ঢাকার প্রবেশ পথে যানবাহনে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
মঙ্গলবার সকাল থেকে রাজধানীর ঢাকার প্রবেশ পথ সাইনবোর্ড এলাকায় সব ধরেনের যানবাহনে তল্লাশি অভিযান চালাচ্ছে ডিএমপির কদমতলী থানার ইন্সপেক্টর (তদন্ত) মোঃ সাজু মিয়ার নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ সদস্য।
এদিকে ডিএমপির পুলিশের ধীর গতির তল্লাশি অভিযানের ফলে ঢাকা-চট্রগ্রাম মহাসড়েকর সাইনবোর্ড থেকে শিমরাইল মোড় পর্যন্ত দীর্ঘ ৪ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে।
ডিএমপির কদমতলী থানার ইন্সপেক্টর (তদন্ত) মোঃ সাজু মিয়া বলেন, সমাবেশকে কেন্দ্র করে কেউ যাতে কোন ধরনের নাশকতা করতে না পারে, এ জন্য রাজধানীমুখী পরিবহনগুলো তল্লাশি অভিযান চালানো হচ্ছে।
মহাসড়কে যানজটের বিষয়ে কথা হলে, নারায়ণগঞ্জ ট্রাফিক পুলিশের সাইনবোর্ড এলাকায় দায়িত্বরত ইন্সপেক্টর (টিআই) মোঃ জিয়াউল করিম বলেন, ডিএমপি পুলিশের তল্লাশি অভিযানের ফলে এ যানজট সৃষ্টি হয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন